আরিফ হোসেন, দিনহাটা, ২৩শে ডিসেম্বর: নাগরিকত্ব বিল রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে নাগরিকত্ব আইনে পরিণত হওয়ার সাথে সাথে রাজ্যসহ সারা দেশজুড়ে বিক্ষোভ, আন্দোলন ও মিছিল সংগঠিত হয়েছে। কিছু কিছু এলাকায় সহিংস আন্দোলন, ভাঙচুর ও সরকারী সম্পত্তি নষ্ট হয়েছে। রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলো নাগরিকত্ব আইন বাতিলের দাবি তোলে। এদিকে এদিন দিনহাটা মহাবিদ্যালয় প্রাঙ্গন থেকে তৃণমূল ছাত্র পরিষদে নেতৃত্বে নাগরিকত্ব আইনের বিরোধীতা করে একটি মিছিল সংগঠিত হয়। দিনহাটা মহাবিদ্যালয়ের তৃণমূল নেতৃত্বসহ প্রায় সকল ছাত্র ছাত্রী এদিনের মিছিলে অংশগ্রহন করে নাগরিকত্ব আইনের বিরোধীতা করে, সঙ্গে এন আর সি না করার দাবি তোলে।
নো এন আর সি, নো ক্যা, নো এন পি আর স্লোগানে বারবার মোদী সরকারকে ধিক্কার জানান । জান্নাতুল ফিরদৌস জানান, "বিজেপি সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনের নামে ধর্মীয় বিভাজন করার চেষ্ঠা চালাচ্ছে। ওরা ভুলে গেছে আমরা ভারতবাসী। ধর্মনিরপেক্ষ এ দেশ, ধর্মীয় বিভাজন কখোনো সায় দিবো না আমরা। অতিসত্বর নাগরিকত্ব আইন বাতিল করতে হবে। এন আর সি বন্ধ করতে হবে। যতদিন না বাতিল হবে ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। দেশ রক্ষার এ লড়াই আমরা চালিয়ে যাবোই যতই বাধা আসুক"।
এদিন দিনহাটা মহাবিদ্যালয় থেকেই তৃণমূল কংগ্রেসের অপর একটি মিছিল সংগঠিত হয়েছিল লুঙ্গি পড়ে। তৃণমূলের হেভিওয়েট কিছু নেতা লুঙ্গি পড়ে এদিনের মিছিলে পা মিলিয়েছিলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊