Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরবঙ্গ আন্তঃ সিনিয়র মহিলা কবাডি প্রতিযোগিতা




আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ২৪শে ডিসেম্বর: কোচবিহার জেলার বিশিষ্ট ক্রীড়াবিদ অজিত চন্দ্র বর্মনের পূন‍্যভূমি ওকড়াবাড়ীতে পশ্চিমবঙ্গ কবাডি সংস্থার পরিচালনায় কোচবিহার জেলা কবাডি সংস্থার ব‍্যবস্থাপনায় ওকড়াবাড়ি নব প্রগতি সংঘের সহযোগিতায় দিবারাত্রি উত্তরবঙ্গ আন্তঃ মহিলা কবাডি প্রতিযোগিতা ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ‍্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে আজ। 

এদিন কোচবিহার জেলার ঐতিহ‍্য লোকনৃত‍্যের মাধ‍্যমে অতিথিদের বরণ করা হয়। পশ্চিমবঙ্গ রাজ‍্য সরকারের কনফেড অফিসার তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতীম রায়  পতাকা উত্তোলনের মধ‍্য দিয়ে অনুষ্ঠানের শুভরাম্ভ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিতাই বিধান সভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব সহ আরো অনেকে। এদিনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওকড়াবাড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান রেনুকা খাতুন বিবি । 

এদিনের খেলায় অংশ গ্রহন করে মালদহ, উত্তর ও দক্ষিন দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং কোচবিহারের কবাডি দল। এদিনের এই খেলাকে ঘিরে ওকড়াবাড়ীর মানুষের উত্তেজনা তুঙ্গে। প্রায় হাজার মানুষ সন্ধ‍্যা থেকেই খেলা উপভোগ করছে। 

কোচবিহার জেলার বিশিষ্ট ক্রীড়াবিদ অজিত চন্দ্র মহাশয়ের উজ্জ্বল উপস্থিতি ও পরিচালনা এদিনের অনুষ্ঠানকে অন‍্যমাত্রায় পৌঁছে দেয়। এছাড়াও, ওকড়াবাড়ীর ক্রীড়াপ্রেমীদের প্রায় সকলেই এদিন উপস্থিত ছিলেন। চারিদিক উৎসব উৎসব পরিবেশ। দুরদূরান্তের মানুষ নব প্রগতি সংঘের ডাকে বারেবারেই হাজির হয় খেলোয়াড়দের উৎসাহ দিতে এবারো তার ব‍্যতিক্রম হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code