NRC ও CAA আইন বন্ধের দাবিতে ময়নাগুড়ি শহর জুড়ে মিছিল তৃণমূল কংগ্রেসের

SER-10,ময়নাগুড়ি,২৪শে ডিসেম্বর ২০১৯ : মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি শহরে NRC ও CAA বন্ধের দাবিতে মিছিল সহ একটি পথ সভার আয়োজন করে ময়নাগুড়ি ১নং ব্লক তৃণমূল কংগ্রেস। NRC ও CAA বন্ধের দাবিতে এ'দিন এই মিছিলে ময়নাগুড়ি ১নম্বর ব্লকের কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পায়ে পা মেলান। তাদের শ্লোগানে শুধু একটাই কথা NO NRC NO CAA । আমরা এই আইন মানছিনা মানবোনা।

আজকের এই NRC ও CAA-এর বিরোধীতা মিছিলে উপস্থিত ছিলেন, এসজেডিএ চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, সাথে জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাপতি দুলাল দেবনাথ এবং ময়নাগুড়ি ব্লকের বিধায়ক অনন্ত দেব অধিকারী মহাশয়  ছাড়া আরও অনেক নেতৃত্ব বৃন্দ।

আজকের এই মিছিলটি ময়নাগুড়ি ফুটবল ময়দান থেকে শুরু হয় এবং গোটা ময়নাগুড়ি শহর পরিক্রমা করে। গোটা শহর পরিক্রমার পর মিছিলটি ময়নাগুড়ি নতুন বাজারে জমায়েত হয় এবং নেতৃত্বরা NRC ও CAA এর বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য রাখেন। এই সভায় ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য মনোজ রায় বলেন, 'গোটা দেশ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পথে নেমেছে তাই আমরাও আজ মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্য জুড়ে এই আন্দোলন করছি। এই আইন আমরা পশ্চিমবঙ্গে লাগু হতে দেবো না। তার জন্য আমরা গণতান্ত্রিকভাবে আমাদের এই আন্দোলন চালিয়ে যাব।'