নিজস্ব প্রতিনিধি-- আজ শিক্ষক সংগঠন বিজিটিএ'র টিজিটি স্কেল সম্পর্কিত একটি অবমানা মামলার শুনানি হয় হাই কোর্টে। বেলা তিনটে নাগাদ মামলা টি ৩৯ নং কোর্টে শুনানির জন্য উঠলে বিজিটিএ' আইনজীবীরা মাননীয় বিচারপতি কে জানান যে তাঁর দেওয়া রায় এখনো পর্যন্ত মাননেননি সরকার। মূল পে কমিশন বেরোনোর পর শিক্ষকদের রোপা ও বেরিয়ে গেছে, কিন্তু সেখানে ও মহামান্য হাইকোর্টের রায় কে মান্যতা দেওয়া হয় নি। আবার সরকার কোন শুনানি তে হাজির থাকছেন না, কোন শুনানিতে সময় চেয়ে আদালতের বৃথা সময় নষ্ট করাচ্ছেন। তাই তারা কোর্টের রায় কে মান্যতা দেওয়া পর্যন্ত রোপা র কাজকর্ম বন্ধ রাখার অনুরোধ জানান। উল্টো দিকে সিনিয়র নেই অজুহাত দিয়ে সরকারী আইনজীবী আরো সময় চান। সব শোনার পর বিচারপতি উষ্মা প্রকাশ করে বলেন রায় মানতে সরকার এতদিন ভিত্তিহীন ভাবে সময় নষ্ট করেছেন। তিনি আগামী ৪ঠা জানুয়ারীর মধ্যে কোর্টের রায় যে সরকার মান্যতা দিয়েছে এই মর্মে এভিডেভিড দিতে বলেন। তার আগেই বিজিটিএ"র আইনজীবীদের তা সার্ভ করতে বলে নির্দেশ দেন। এখানে শেষ নয়, এর পর ১০ ই জানুয়ারী তিনি মামলা টি পুনরায় শুনবেন বলে জানান।
আজকের এই রায় নিসন্দেহে সরকার কে চাপে ফেলল বলে মনে করা হচ্ছে। এদিকে রায়ের পর বিজিটিএ মহলে খুশীর হাওয়া বইতে শুরু করেছে। কারন তারা মনে করছেন এবার সরকারের কাছে রায় মেনে টিজিটি দেওয়া ছাড়া আর অন্য কোন রাস্তা খোলা থাকছে না,কেননা এটি অবমাননা মানলা। এবার সরকার উপেক্ষা করলে জারী হতে পারে সমনও।
হাইকোর্টের আজকের রায় কে স্বাগত জানিয়ে বিজিটিএ সাধারণ সম্পাদক শ্রী সৌরেন ভট্টাচার্য বলেন, " বিজিটিএ গনতন্ত্রে বিশ্বাসী, বিশ্বাসী ভারতীয় আইন ও বিচার ব্যবস্থায়। তাই আমরা জানতাম মূল রায়ের মত অবমাননা মামলা ও আমাদের ফেভারেই যাবে। আজ আদালতের এই অন্তর্বর্তীকালীন নির্দেশ আমাদের সেই আস্থা কে বহুগুনে বাড়িয়ে দিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যে হাই কোর্টের রায় কে মান্যতা দেওয়ার জন্য অবমাননা মামলা করতে হচ্ছে।" তিনি আরো বলেন, আইন আইনের পথে চলবে। আমরা আমাদের ঘোষিত কর্মসূচী থেকে সরে আসছি না, তবে ঘোষিত আন্দোলন গন শিক্ষক আন্দোলনে পরিনত হবে না ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান হয়ে উঠবে তা এখন পুরোপুরি নির্ভর করছে সরকারের উপর।" সংগঠনের সভাপতি শ্রী ধ্রুবপদ ঘোষাল বলেন," হাই কোর্টে আমরা জয় আগেই পেয়েছিলাম তখন যখন মহামান্য কোর্ট ম্যান্ডামাস জারী করেছিলেন। কিন্তু সরকার কোর্টের রায় কে না মেনে সেই জয়ের মুকুট কে ভেঙে খান খান করে দিয়েছিল। তবে আমরা ফিটমেন্ট সহ আমাদের দাবী পুরনের ব্যাপারে আশাবাদী। কিন্তু বিজিটিএ ঘোষিত আন্দোলন কর্মসূচী থেকে কোন ভাবেই সরে আসছে না।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊