Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিল্পী বন্দনায় কৃষ্ণনগর চারুকলা সোসাইটি


বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী ছিলেন জয়নুল আবেদিন। পূর্ববঙ্গে তথা বাংলাদেশের কিশোরগজ্ঞ জেলায় (ময়মনসিংহ) জন্মগ্রহন করেন। চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পচার্য অভিধা লাভ করেন। 

তার ১০৫ তম জন্মতিথিতে কৃষ্ণনগর চারুকলা সোসাইটির সদস্যরা কৃষ্ণনগর গর্ভমেন্ট কলেজের মাঠে একটি অভিনব চিত্র কর্মশালার আয়োজন করেন। 

সদস্যরা শিল্পীর পোর্টেট বিভিন্নমাধ্যমে এঁকে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। মাঠে ঘুরতে আসা মানুষজন এই অভিনব প্রয়াস ও শিল্পীর অজানা কথা জানতে পেরে বেশ উৎসাহিত হয়ে কর্মশালায় ভীড় জমায়। 

তাদের কথায় এরকম অভিনব জন্মজয়ন্তী দেখে আমরা চারুকলা সোসাইটির দীর্ঘ সাফল্য কামনা করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code