প্রতিরক্ষা বাহিনীর প্রধান বা সিডিএস পদে নিয়োগের জন্য আইনে সংশোধন আনলো কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে রবিবার এক নির্দেশিকা জারি করে একথা জানিয়ে আরো জানানো হয় যে এই পদে ৬৫ বছর বয়স পর্যন্ত দায়ীত্বে থাকা যাবে। 

 প্রসঙ্গত গত ১৫ আগস্ট লালকেল্লায় ভাষণের সময় বলেছিলেন, "দেশের তিন বাহিনীর মধ্যে সমন্বয় বাড়াতে ভারতের প্রতিরক্ষা বাহিনীর  প্রধান পদে নিয়োগ করা হবে। এতে আমাদের বাহিনী আরও গুরুত্বপূর্ন দায়িত্ব পালনে সক্ষম হবে।"
আরও পড়ুনঃ  একদিকে প্রাইভেট টিউশন বন্ধের কড়া নির্দেশিকা, অন্যদিকে NTA চালুর দাবী


প্রধানমন্ত্রীর এই ভাষণের পরই অজিত দোভালের নেতৃত্বে যে কমিটি গঠন করেছিলো তার রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার সিডিএস পদ তৈরির অনুমোদন দিয়েছে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি। দেশের তিন বাহিনীর প্রধানদের ওপরে থাকবেন সিডিএস। এই আধিকারিক সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার সঙ্গে সংযোগ রক্ষার পাশাপাশি সরকারের প্রতিরক্ষা বিষয়ক পরামর্শদাতা হিসেবেও কাজ করবেন।
আরও পড়ুনঃ  একদিকে প্রাইভেট টিউশন বন্ধের কড়া নির্দেশিকা, অন্যদিকে NTA চালুর দাবী