এই ৩০ ডিসেম্বরই প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পোর্ট ব্লেয়ারের এখন যেটা নেতাজি স্টেডিয়াম, সেসময় জিমখানা গ্রাউন্ড হিসেবেই লোকে চিনত। ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর সেই জিমখানা মাঠেই ওঠে প্রথম জাতীয় পতাকা।

নেতাজিই ছিলেন প্রথম ভারতীয়, যিনি দু'শো বছরের পরাধীনতার গ্লানি থেকে আংশিক মুক্তির স্বাদ দেন। ব্রিটিশের দখলে থাকা ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে প্রথম স্বাধীন বলে ঘোষণা করে, জাতীয় পতাকা তোলেন এই দিনে। যে কারণে ভারতের আন্দামানই প্রথম ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয়েছে।
সেসময় অবশ্য জাতীয় পতাকা আজকের মতো ছিল না। সময়ের সঙ্গে নানা ভাবে বদলেছে ভারতের জাতীয় পতাকা, একদম ১৯৪৭ সাল পর্যন্ত। 

পোর্টব্লেয়ারের জিমখানা গ্রাডন্ডে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকারের স্বাধীন পতাকা প্রথম উত্তোলন করেছিলেন ১৯৪৩ সালের ৩০ ডিসেম্বর, যা ভারতবর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট বার্তায় দিনটিকে স্মরণ করেছেন।