আরিফ হোসেন, বড় আটিয়াবাড়ি, ২৪শে ডিসেম্বর: পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে বেশ কিছুদিন আগেই কোচবিহার জেলাজুড়ে "দিদিকে বলো কর্মসূচী" অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, জনগন এর সুবাদে অনেক কাজের সুরাহা পেয়েছে ও এখোনো পেয়েই চলছে।
এবার, আবারো রাজ্য সরকারের উদ্যোগে আরম্ভ হয়েছে জনসংযোগ কর্মকতা। এদিন সীমান্তবর্তী এলাকা দিনহাটা ১নং ব্লকের বড়ো আটিবাড়ি ১নং গ্রাম পঞ্চায়েতের পেউলাগুড়ি গ্রামে জনসংযোগ কর্মকতা অনুষ্ঠিত হলো। স্থানীয় প্রায় সকল বাসিন্দা এদিনের কর্মসূচীতে অংশগ্রহন করেন। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিতাই বিধান সভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, জেলা পরিষদের কর্মদ্যক্ষ নুর আলম মহাশয় সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগন। এলাকার মানুষদের বৃদ্ধভাতা, বিধবাভাতাসহ একাধিক অভিযোগের সুরাহা করার চেষ্টায় এদিনের কর্মসূচী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊