Latest News

6/recent/ticker-posts

Ad Code

NRC,CAB ও CAA এর বিরুদ্ধে ঐতিহাসিক মহা মিছিল ময়নাগুড়ি শহরে

NRC,CAB ও CAA এর বিরুদ্ধে ঐতিহাসিক মহা মিছিল ময়নাগুড়ি শহরে

SER-10,ময়নাগুড়ি,২৮শে ডিসেম্বর ২০১৯: আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি শহরে NRC,CAB ও CAAএর বিরুদ্ধে ঐতিহাসিক মহা মিছিল শুরু করা হয়।  এবং জানা যায় এই ঐতিহাসিক মহা মিছিল জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে এবং ময়নাগুড়ি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ দেবনাথের নেতৃত্বে  শুরু করা হয়। আজকের এই ঐতিহাসিক মহা মিছিলে অংশগ্রহণ করেন ময়নাগুড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শিবম রায় বসুনিয়া ও অন্যত্র নেতৃত্ব বৃন্দ। 

এ'দিনের এই NRC,CAB ও CAA এর বিরুদ্ধে ঐতিহাসিক মহা মিছিল ময়নাগুড়ি ইন্দ্রামোড় থেকে শুরু করে গোটা ময়নাগুড়ি শহর পরিক্রমা করা হয়।

এই ঐতিহাসিক মহা মিছিলে পায়ে পা মেলান কয়েক হাজার  মানুষ। এবং তাদের শ্লোগানে শুধু একটাই কথা NO NRC, NO CAB,NO CAA আমরা এই আইন মানছিনা মানবোনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code