বর্তমানে সবথেকে বিতর্কের বিষয় হল স্কুল শিক্ষকদের টিউশন পড়ানো। কেউ কেউ বলছেন টিউশন বন্ধ করে দিতে, এমনকি কয়েকটি জেলায় ডি আই রা নির্দেশ পর্যন্ত দিয়েছেন। আবার কেউ টিউশন পড়ানোর পক্ষে, বিশেষত একাদশ দ্বাদশ এর সায়েন্স এর শিক্ষাত্রীরা টিউশন বন্ধ হলে সমস্যায় পরতে পারে।
কয়েকদিন আগেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। এই নির্দেশিকায় ৬ টি বিষয়কে মানতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি স্কুলেই।
নির্দেশিকায় বলা রয়েছে-
১। বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট টিউশন সম্পূর্ণ রূপে বন্ধ। ১০ জানুয়ারি ২০২০ থেকে এই নির্দেশ কার্যকর হবে।
২। পিছিয়ে পড়া ছাত্রদের নিয়ে রিমেডিয়াল ক্লাস করাতে হবে।
৩। বিদ্যালয়ে নির্ধারিত সময়ে উপস্থিত এবং নির্ধারিত সময়ে বিদ্যালয় ত্যাগের বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
৪। প্রতিটি বিদ্যালয়ে পানীয় জল এবং শৌচালয়ের সুবন্দ্যোবস্ত করতে হবে।
এই নির্দেশিকার পরপরই শুরু হয়েছে বিতর্ক।
প্রশ্ন উঠেছে শিক্ষার অধিকার আইন কেন টিউশনের বিপক্ষে? তাদের যুক্তি শিক্ষক রা যদি টিউশন এর পেশায় যুক্ত হন তবে স্কুলে পড়ানোর দিকে তেমন মন দেবেন না। তাই স্কুলেই এমন শিক্ষার পরিবেশ তৈরী করা হবে যাতে টিউশন বাইরে পড়তেই হবে না।
তবে শিক্ষকদের একটা অংশের প্রশ্ন শিক্ষকদের 10.30 থেকে 4.30 রাখার ব্যবস্থা হোক, এতে আপত্তি নেই কারন এটা ডিউটির সময়। তারপর কি খাবে, কি পরবে, কোথায় যাবে তার উপর নজরদারি কেন?
আবার স্যোশাল মিডিয়ায় শিক্ষকরা প্রশ্ন রেখেছেন-
"পশ্চিমবঙ্গ সরকারের অধীনে স্কুলে শিক্ষকতা করছেন ,এমন শিক্ষক যদি তার নিজের স্কুলের ছাত্র ছাত্রীদের টিউশন না পড়ায়। পশ্চিমবঙ্গের বোর্ডের আওতায় আছে এমন স্কুলের ছাত্র ছাত্রীদের যদি টিউশন না পড়ায়-সি বি এস ই,আই সি এস ই ও কলেজের ছাত্র ছাত্রীদের টিউশন পড়ালে কি কি আইনি সমস্যা হতে পারে?"
আবার কেউ বা প্রশ্ন রেখেছেন-
আবার কেউ বা প্রশ্ন রেখেছেন-
"কলেজের অধ্যাপক রা কি আর টিউশন পড়াতে পারবেন না?"
তবে অনেকে আবার উপায় বাতলে দিয়ে দাবী জানাচ্ছেন-
"ডাক্তারবাবুদের মতন আমাদেরও NPA এর মত NTA(Non Tuition Allowance) চালু করা দরকার।''
NTA চালু না হলেও এবার যে বছরের শুরুতেই প্রাইভেট টিউশন নিয়ে একটা বড়সর সমস্যা শুরু হতে যাচ্ছে তার পূর্বাভাস পাওয়া যাচ্ছে অনেকের বক্তব্যেই।
NTA চালু না হলেও এবার যে বছরের শুরুতেই প্রাইভেট টিউশন নিয়ে একটা বড়সর সমস্যা শুরু হতে যাচ্ছে তার পূর্বাভাস পাওয়া যাচ্ছে অনেকের বক্তব্যেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊