কাশ্মীরের অবস্থার উন্নতি হওয়ায় 72 কোম্পানি সেনা সরানো হচ্ছে বলে সরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে l চলতি বছরে জম্মু কাশ্মীরে 370 ধারা তুলে নেওয়ার অনেক আগে থেকে পরিস্থিতি সামাল দিতে প্রচুর সেনা মোতায়ন ছিল, ধারা তুলে নেওয়ার পর বেশ কয়েকদিন 144 ধারাও জারি ছিল l 


ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সরাষ্ট্র মন্ত্রক l CRPF 24 কোম্পানি,  BSF 12 কোম্পানি, ITBP 12কোম্পানি, CISF 12 ও SSB 12 কোম্পানি ফিরিয়ে আনা হচ্ছে l