আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ২৪শে ডিসেম্বর: ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ‍্যালয় প্রাঙ্গনে মঙ্গলবার মালদহ, উত্তর ও দক্ষিন দিনাজপুর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কবাডি দলের মধ‍্যে আন্তঃ জেলা সিনিয়র মহিলা কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

দিবারাত্রি এই খেলা উপভোগ করার জন‍্য দর্শকদের উপচে পড়া ভিড়ে ও উৎসাহে কোচবিহার কবাডি দল ও আলিপুরদুয়ার কবাডি দল রাত্রি ১০টা নাগাদ ফাইনাল ম‍্যাচে অংশগ্রহন করেন। ওকড়াবাড়ী নব প্রগতি সংঘের সকল খেলোয়াড় ও কোচসহ কোচবিহারের বিশিষ্ট ক্রীড়াবিদ অজিত চন্দ্র বর্মন মহাশয়ের নিরলস পরিশ্রমে এদিনের খেলা হয়ে ওঠে জমজমাট। 

প্রথম থেকেই ভালো খেলে কোচবিহার কবাডি দলকে হারিয়ে আলিপুরদুয়ার কবাডি দল জয়লাভ করে। কোচবিহারে খেলা হলেও আলিপুরদুয়ার কবাডি দলকে উৎসাহিত করতে পিছপা হয়নি দর্শকবৃন্দ। এদিনের খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন আলিপুরদুয়ার কবাডি দলের অধিনায়িকা দিপাননিতা দাস। তার সুযোগ‍্য নেতৃত্ব ও খেলার পারফরমেন্স ছিল অসাধারন। 

এদিনের এই উৎসব মুখর খেলায় আনন্দিত দর্শকমহল। অজিত চন্দ্র বর্মন জানান, আলিপুরদুয়ার ভালো টিম। ভালো খেলেই জয়লাভ করেছে। জানা যায়, এই দুদলেই রাজ‍্যস্তরে খেলবে।