বছর শেষে সুখবর দিল মুকেশ আম্বানির সংস্থা। আপনি কি জিও ফাইবার গ্রাহক? কোন প্ল্যান নেবেন! আদৌ লাভবান হবেন কিনা তাই নিয়ে চিন্তায় রয়েছেন? বলছি টেনশনকে বলুন পেনশন নিতে। কারণ আপনাকে চিন্তা মুক্ত করতে রিলায়েন্স জিও নিয়ে এল বিভিন্ন দামের ছটি নতুন রিচার্জ প্যাক। ১০১ টাকা থেকে ৪০০১ টাকা পর্যন্ত রয়েছে রিচার্জ প্যাক। প্রায় ২ টিবি পর্যন্ত ডেটা ব্যবহার করতে পারবেন আপনি।
তবে জানা গিয়েছে, সিকিউরিটি ডিপোসিট বাবদ রাখতে হবে ৪,৫০০ টাকা। যা সম্পূর্ণ রিফান্ডেবল। তিনমাসের জন্য ১০০ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। টাটা স্কাই ব্রডব্র্যান্ড, এয়ারটেল ভি ফাইবারের প্রতিদন্ধী হবে এই জিও ফাইবার। অন্যদিকে Airtel Xstream box, ACT Stream TV 4K এর প্রতিদ্বন্দিতা করবে Jio 4K set-top box।
জানুন এই ছটি প্ল্যান সম্পর্কে-
১০১ টাকায় পেয়ে যাবেন ২০ জিবি ডেটা
২৫১ টাকায় ৫৫ জিবি ডেটা
৫০১ টাকায় ১২৫ জিবি ডেটা
১০০১ টাকায় ২৭৫ জিবি ডেটা
২০০১ টাকায় ৬৫০ জিবি ডেটা
৪০০১ টাকায় ২০০০ জিবি ডেটা
এই ডেটা পেতে রিলায়েন্স জিও-র অফিসিয়াল ওয়েবসাইটে অথবা মাই জিও অ্যাপে লগইন করলে আপনি পেয়ে যাবেন যাবতীয় তথ্য।
জিও ফাইবার থেকে যে যে সুবিধাগুলি ভোগ করতে পারবেন-
আল্ট্রা হাই স্পিড ব্রডব্যান্ড
দেশের মধ্যে বিনামূল্যে ভয়েস কলিং এবং ইন্টারনেট পরিষেবা
টিভি ভিডিও কলিং এবং কন্ফারেন্সিং-এর সুবিধা
এন্টারমেন্ট OTT অ্যাপস
গেমিং
হোম নেটওয়ার্কিং
ভিআর এক্সপেরিয়েন্স
প্রিমিয়াম কন্টেন্ট প্ল্যাটফর্ম
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊