নাগরিক সংশোধনী বিল নিয়ে তোলপাড় আসাম ও পশ্চিমবঙ্গে। এর আঁচ গিয়ে পড়েছে রেল যোগাযোগ ব্যবস্থার উপর। বিক্ষোভকারীরা রেলকে হাতিয়ার করে আন্দোলনে সামিল হয়েছে। ফলে মুখ থুবড়ে পড়েছে রেল যোগাযোগ ব্যবস্থা।


দূরপাল্লার একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে গত কয়েকদিন ধরে। এই পরিস্থিতিতে যাত্রীরা খুব অসুবিধার সম্মুখীন হচ্ছেন, সেদিকে মাথায় রেখে রেলের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হলো। সোশ্যাল মিডিয়ায় সেই বিজ্ঞপ্তি সাড়া ফেলে দিয়েছে। দেখুন কি বলা হয়েছে রেলের তরফ থেকে।