15 ডিসেম্বর থেকে জাতীয় ও মহাজাতীয় সড়কে যাতায়াতের ক্ষেত্রে fastag বাধ্যতামূলক। কিন্তু কি এই FASTAG? এই FasTag একটি ডিভাইস যা রেডিও ফ্রিকুয়েন্সির আইডেন্টিফিকেশানের মাধ্যমে (RIFD) প্রযুক্তির জন্য টোল পেমেন্ট সরাসরি এর সঙ্গে লিঙ্ক সেভিংস অ্যাকাউন্ট বা পেমেন্ট ব্যাঙ্ক থেকে কেটে নেবে। যা টোল ট্যাক্সের ক্যাশ ট্র্যাঞ্জাকশান বন্ধ করে দেবে।
একবার এই FasTag কিনলে তা পাঁচ বছরের জন্য বৈধ থাকবে। আর এটি শুধু দরকার অনুসারে সময়ে সময়ে রিচার্জ করতে হবে। এর ব্যাবহার মুলত টোল প্লাজায় টাকার ব্যাবহার কমানোর সঙ্গে সঙ্গে সময়ও বাঁচাবে।
এর গ্রাহকরা টোল প্লাজার সামনে দিয়ে গেলে অটোমেটিকালি টোল কেটে যাবে। আর গ্রাহকরা SMS অ্যালার্ট রিসিভ করবেন যে তাদের টোল ডিডাক্ট হয়ে গেছে। আর যদি ব্যালেন্স কম থাকে তাও সেখানে জানানো হবে।
FasTag অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ড/NEFT/RTGS আর নেট ব্যাঙ্কিংটয়ের মাধ্যমে করা যাবে। আর এট সর্বনিম্ন 100 টাকা থেকে সর্বাধিক 1 লাখ টাকার রিচার্জ করতে পারবেন।
কি করে FASTAG কিনবেন
- গ্রাহকরা যে সব ইন্সোরেন্স এজেন্সি বা পেট্রোল পাম্পে FasTag পাওয়া যাচ্ছে সেখান থেকে এটি কিনতে পারবেন। আর এর সঙ্গে যদি কেউ ট্র্যাভেলার হন তবে সে কোন ব্যাঙ্ক থেকে এই ট্যাগ কিনতে পারবেন।
- এই সময়ে HDFC, ICICI, Syndicate Bank, Axis Bank, IDFC , SBI ব্যাঙ্কে এই FasTag পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে আপনারা Paytm য়ের মাধ্যমেও FasTag কিনতে পারবেন।
- গ্রাহকরা এই অ্যাপটি ইন্সটল করে তার মাধ্যমেও এটি অ্যাক্টিভেট করতে পারবেন।
- FASTAG য়ের জন্য কি কি ডকুমেন্ট দরকার হবে
এই ট্যাগ পাওয়ার জন্য গ্রাহকদের কিছু ডকুমেন্ট দিতে হবে। এগুলি হল
- গাড়ির রেজিস্ট্রেশান সার্টিফিকেট
- গাড়ি মালিকের পাসপোর্ট সাইজ ছবি
- ড্রাইভাইং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি যে কোন KYC ডকুমেন্ট
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊