pic source: times now

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশ। আগুন জ্বলেছে এরাজ্যেও। হিংসাত্মক 'প্রতিবাদ' স্থিমিত হলেও রাজ্যে দিকেদিকে মিটিং-মিছিল-স্লোগান গমগম করছে। বাদ নেই কলকাতাও। তাই এই পরিস্থিতিতে বাতিল হয়ে গেল ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি! 

খবর অন্তত এমনটাই। আগামী রবিবার অর্থাৎ ২২ ডিসেম্বর আই লিগের প্রথম পর্বের ডার্বি ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের মধ্যে। বাতিল হয়েছে সেই ম্যাচই।

পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয় অন্তত এই মুহূর্তে। তাই তা পিছিয়ে করে দেওয়া হচ্ছে জানুয়ারিতে। বুধবার বিধাননগর কমিশনারেটের ডেপুটি কমিশনার বলেন, 'আমাদের দিক থেকে কোনও অসুবিধা ছিল না। উদ্যোক্তাদের দিক থেকেই ম্যাচ পিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।' তবে মোহনবাগান সূত্রে খবর, পুলিশের পক্ষ থেকেই বলা হয়েছে ম্যাচ হলেও দর্শক সংখ্যা অনেক কমিয়ে দিতে হবে। যুবভারতী পূর্ণ হলে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। 

মোহনবাগান বিষয়টি জানায় ফেডারেশনে। 'এই সময়ের' খবর অনুযায়ী, এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, বাঙাল-ঘটির সেই চিরন্তন ম্যাচ হবে জানুয়ারিতে । তবে এখনও কোনও তারিখ চূড়ান্ত হয়নি।