সংশোধিত নাগরিকত্ব আইন , ও এনআরসি বিরোধী আন্দোলনে উত্তপ্ত গোটা দেশ। এরই মধ্যে ফের বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মানুষ আর তাঁদের কথা শুনছে না, ধর্মের সিরাপ বেশিক্ষণ গেলানো যাচ্ছে না। চারদিকে প্রতিরোধ বিরোধিতা দেখে ফের মেজাজ হারালেন দিলীপ ঘোষ, ‘সিএএ ও এনআরসি-র বিরোধিতা করলে এবার লাশ গুনতে হবে।’ রাজ্য নেতৃত্বের সভায় বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দিলেন দিলীপবাবু।

এদিন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয় প্রমুখ। এদিনের বৈঠক থেকে বিজেপি রাজ্য সভাপতি আরও তোপ দাগেন, "সিএএ নিয়ে কোনও বিতর্ক হচ্ছে না। বিশৃঙ্খলা হচ্ছে। সংবিধান আক্রান্ত হচ্ছে। এনআরসি কোথায় হবে, কখন হবে, তার ঠিক নেই। কিন্তু বিরোধীরা এই নিয়ে হইচই করছে।"


সোমবার দলীয় সভায় দিলীপ ঘোষ বলেন, "বিরোধীদের বলছি, সারা দেশে লাশ গুনতে হবে আপনাদের।" এখানেই না থেমে দিলীপ ঘোষ তারপর আরও বলেন "যেখানে যেখানে আমাদের দলের সরকার আছে, সেখানে আন্দোলনের নামে সমাজবিরোধীমূলক কাজ চলছে। এখন সমাজবিরোধীদের যেভাবে শায়েস্তা করা দরকার, সেইভাবেই শায়েস্তা করা হচ্ছে।" বিজেপি রাজ্য সভাপতির এই বক্তব্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এদিকে যোগীর রাজ্যে বিক্ষুব্ধদের উপরে ঠিক কি ধনের অত্যাচার অনাচার চলছে তা মানুষ জেনে গিয়েছে। বোঝাই যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে সিএএ ও এনআরসি বিরোধিতায় কোনও সমাবেশ হলে সরকারের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। যোগী হুমকি দিয়ে তা করিয়ে দেখিয়েছেন ইতিমধ্যেই।

সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।