একদিকে যখন নাগিরকত্ব সংশোধনী আইন ২০১৯ নিয়ে উত্তাল দেশ। ঠিক এই মুহূর্তে  বেহালা (পশ্চিম) কেন্দ্রের বিধায়ক পার্থ চ্যাটার্জীর উদ্যোগে শিশুদের নিয়ে 'খেলনা উপহার উৎসব'এর ব্যানার ঘিরে বিতর্ক তুঙ্গে। 

twitter থেকে প্রাপ্ত এই ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য 
ব্যানারে দুটি শিশুর ছবি আঁকা হয়েছে। যার একজনের হাতে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। আর এই নিয়েই বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।