Latest News

6/recent/ticker-posts

Ad Code

অসমের বিক্ষোভে ঝরল রক্ত, গুলির আঘাতে মৃত্যু ২


 নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯  নিয়ে আগুন জ্বলছে উত্তরপূর্ব  রাজ্যগুলিতে। যার জেরে গতকাল সন্ধে ৭ টা থেকে বন্ধ ইন্টারনেট পরিষেবা। আজ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পরিস্থিতি শান্ত রাখার কথা জানান। অসম সরকার সিদ্ধান্ত নেয় আজও বন্ধ থাকবে ইন্টারনেট । সময়সীমা বাড়িয়ে ৪৮ ঘণ্টা  করে দেওয়া হয়।

PTI-র খবর অনুযায়ী, বিক্ষোভকারীদের মধ্যে ২ জন গুলির আঘাতে তাদের মৃত বলে জানায় গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। মেঘালয় এবং শিলং-য়েও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। আজ রাত ১০ টা থেকে মেঘালয় এবং শিলং-য়ের কিছু জায়গায় কার্ফু করা জারি করা হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সমালোচনা করার পর ভারত সফর বাতিল করলেন বাংলাদেশের (Bangladesh) বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন (Foreign Minister Dr AK Abdul Momen)। ১২-১৪ ডিসেম্বর ভারত সফরের কথা ছিল বাংলাদেশের বিদেশমন্ত্রীর।

অসমের গুয়াহাটিতে এখনও কার্ফু জারি রয়েছে। এর মধ্যেই জারি রয়েছে বিক্ষোভ। আজ মুখ্যমন্ত্রী ও বিজেপি বিধায়কের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। এমনকি বিজেপির হেডকোয়াটার অসম গণপরিষদও আক্রমণ করে বিক্ষোভকারীরা। পুলিশি আক্রমণের বিরুদ্ধে আওয়াজ তোলে বিক্ষোভকারীরা। 

বিতর্ক এড়াতে তড়িঘড়ি সরিয়ে দেওয়া হয় গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমারকে । তাঁর জায়গায় কমিশনার পদে আনা হয় মুন্না প্রসাদ গুপ্তাকে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code