সংবাদ একলব্য, ওয়েব ডেস্ক: গত কয়েকদিন থেকে দেশজুড়ে NRC, CAB, CAA, CAB ইত্যাদি নিয়ে বহু বিতর্কের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় জনতা পার্টিকে। সকল শ্রেণির লোকোই নিন্দা জানিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি রাষ্ট্রপতিরও।
এই সকল বিতর্কের জেরে বিশেষ করে দেশজুড়ে জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে তীব্র বিতর্কের জেরে গত রবিবার দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী বলেছিলেন NRC নিয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই গোটা দেশে NRC চালু করার কথা এর আগে একাধিকবার যিনি উচ্চস্বরে দেখিয়েছেন , সেই অমিত শাহ নিজের ঘোষণা থেকে সরে এসেছেন। এবার অমিত শাহের মতোই NRC নিয়ে সুর বদল করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। "দেশে NRC হওয়ার কোনো প্রশ্নই আসেনা", বললেন দিলীপ ঘোষ।
জলপাইগুড়িতে সাংবাদমাধ্যমে প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, "গোটা দেশে NRC হওয়ার কোনো প্রশ্ন আসেনা। আসামে NRC হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এর সাথে আমাদের দল বা সরকারের কোনো সম্পর্ক নেই। এখানে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা নিপীড়িত মানুষদের জন্য নাগরিকত্ব আইন পাস হয়েছে।"
এই আইন প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, "এমন অনেকে আছে যাঁরা এই দেশকে ভালোবেসে এসেছেন। এই আইন কারও নাগরিকত্ব কেড়ে নেবে না। সবাইকে নাগরিকত্ব দেবে।"
***সংবাদটি সংবাদ একলব্য সম্পাদনা করেনি, নিউজ ফিড থেকে সংগৃহিত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊