ভারতের ছাত্র ফেডারেশন 24 তম জেলা সম্মেলনের লোগো প্রকাশ

SER 21: ভারতের ছাত্র ফেডারেশন 24 তম জেলা সম্মেলনের লোগো প্রকাশিত হলো। লোগো প্রকাশ করলেন গণ আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমঃ অনন্ত রায়, কমঃ মহানন্দ সাহা, কমঃ তারিণী রায়, SFI কোচবিহার জেলা সভাপতি কমঃ কৌশিক ঘোষ, সম্পাদক কমঃ প্রণয় কার্যী ও অন্যান্য ছাত্র নেতৃত্বেরা।