মার্টিন লুথারের মতামত মেনে চলা প্রোটেস্ট্যান্ট গোষ্ঠীর প্রতিষ্ঠিত চার্চকেই বলা হয় লুথারেন বা লুথারান চার্চ। মার্টিন লুথার ছিলেন একজন জার্মান ধর্মযাজক এবং ধর্মতত্ত্বের অধ্যাপক। তিনি ষোড়শ শতকে প্রটেস্ট্যান্ট ধর্মবিপ্লবের সূত্রপাত করেন। পাপ করে অর্থের বিনিময়ে বিধাতার শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় - এই মতের তিনি কঠোর বিরোধিতা করেন। লুথার শিক্ষা দেন যে ভাল কাজ করে মুক্তি অর্জন করা যায় না, বরং পাপমুক্তিদাতা হিসেবে যিশু খ্রিষ্টের উপর বিশ্বাস রাখার মাধ্যমে ঈশ্বরের উপহার হিসেবেই তা পাওয়া যায়।

দিনহাটায় মোট তিনটি চার্চ রয়েছে-কিশামত দশগ্রাম, বড় আটিয়াবাড়ি আর পেটলা অঞ্চলের জমাদারবস এলাকায়। আজ প্রতিটি চার্চেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে বড়দিন পালিত হয়। 

জমাদারবসে মোট ৬৫ টি খ্রিষ্টান পরিবারের বসবাস। রঞ্জিত সাংমা জানান- ১৯৬২ সালে জমাদারবস লুথারেন চার্চ প্রতিষ্ঠিত হয়। আজ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে বড়দিনের উৎসবে সবাই সামিল হয়। সকালে প্রভু যীশুর প্রার্থনা এবং নৃত্য-গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্‌যাপিত হয়।

বিস্তারিত শুনুন ভিডিওতে-