কলকাতা, কোচবিহার, দার্জিলিং সহ আগরতলা, গুয়াহাটি, ভুবনেশ্বর, কোহিমা, আইজল, দিল্লি, বেঙ্গালুরুর বাসিন্দারা দীর্ঘ ৪৫ মাস বাদে আগামী ২৬ ডিসেম্বর দেখতে পাবেন আংশিক সূর্যগ্রহণ। তামিলনাডুর তিরুচিরাপল্লী ও উটি, কোঝিকোড়, ম্যাঙ্গালোর ও মাদুরাই থেকেও দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য। সম্প্রতি এ কথা জানিয়েছেন সল্টলেকের পজিশনাল অ্যাস্ট্রনমি সেন্টারের (পিএসি) অধিকর্তা সঞ্জীব সেন।
পিএসির অধিকর্তা জানিয়েছেন, আগামী ২৬ ডিসেম্বর ৩ ঘণ্টা ৫ মিনিট ধরে আংশিক সূর্যগ্রহণ দেখতে পাবেন কলকাতার বাসিন্দারা। সকাল ৮টা ২৭ মিনিট মিনিট থেকে ১১টা ৩২ মিনিট পর্যন্ত এই গ্রহণ দেখা যাবে। কোচবিহারে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে সকাল ৮টা ৩৪ মিনিট থেকে ১১টা ২৯ মিনিট পর্যন্ত। অর্থাৎ ২ ঘণ্টা ৫৪ মিনিট চলবে সূর্যগ্রহণ। দার্জিলিংয়ে আংশিক গ্রহণ শুরু হবে সকাল ৮টা ৩৩ মিনিটে। ২ ঘণ্টা ৫১ মিনিট পর তা শেষ হবে ১১টা ২৪ মিনিটে।
শেষ বার ২০১৬ সালের ৯ মার্চ কলকাতা সহ উত্তর-পূর্ব ভারতে আংশিকভাবে সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। আর ৩৯ বছর আগে ১৯৮০ সালে কলকাতায় শেষ বারের মতো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল।
অনলাইনে সূর্যগ্রহণ দেখবেন কীভাবে?
Slooh.com ওয়েবসাইট থেকে এই সূর্যগ্রহণ লাইভ স্ট্রিম করা হবে। এক্সপ্তাহের জন্য সাইটে ফ্রি সাবস্ক্রিপশন রয়েছে এখানে। এছাড়াও নাসা/ইসর'র YouTube থেকে গ্রহণের দিন ভারতীয় সময় সকাল 8 টায় গ্রহণের অনলাইন স্ট্রিম শুরু হবে। google play store থেকে download করতে পারেন এই solar viion apps.
অনলাইনে সূর্যগ্রহণ দেখবেন কীভাবে?
Slooh.com ওয়েবসাইট থেকে এই সূর্যগ্রহণ লাইভ স্ট্রিম করা হবে। এক্সপ্তাহের জন্য সাইটে ফ্রি সাবস্ক্রিপশন রয়েছে এখানে। এছাড়াও নাসা/ইসর'র YouTube থেকে গ্রহণের দিন ভারতীয় সময় সকাল 8 টায় গ্রহণের অনলাইন স্ট্রিম শুরু হবে। google play store থেকে download করতে পারেন এই solar viion apps.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊