আধার কার্ডে নাম ভুল এসেছে। পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে উত্তরপ্রদেশ থেকে রাজধানীতে চলে এলেন এক ব্যক্তি। শুধু এলেনই না, সংসদ ভবনের কাছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নিরাপত্তা বলয় ভেঙে একখানা কাণ্ড ঘটিয়ে বসলেন তিনি। রাজনাথ সিংয়ের কনভয়ের সামনে গিয়ে হাত তুলে দাঁড়িয়ে পড়লেন। নিরাপত্তারক্ষীরা হই হই করে ছুটে এলে তাঁর দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। কেননা আধার কার্ডে নাম বদল করতে হবে। সঙ্গে সহ্গে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে হাজতে চালান দিয়েছে। ধৃতের নাম বিশ্বম্ভর দাশগুপ্ত। তিনি উত্তরপ্রদেশের কুশীনগরের বাসিন্দা। তাঁর বক্তব্য শুনে একটা বিষয়ে পুলিশ নিশ্চিত যে ওই ব্যক্তির মাথার গোলমাল আছে।
সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার বেলা দেড়টা বাজতে পাঁচ মিনিট আগে। এদিকে যখন ঘটনাটি ঘটছে ঠিক সেই সময় ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
#WATCH Delhi: A man came in front of Defence Minister Rajnath Singh's convoy near Parliament, today. He claimed that he wanted to meet Prime Minister Narendra Modi. He was later detained by the police. pic.twitter.com/yunm3vsVzr— ANI (@ANI) December 3, 2019
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊