নিখিল বঙ্গ শিক্ষক সমিতির   দিনহাটা মহকুমা শাখার বার্ষিক পর্যালোচনা সভা,  আজ স্থানীয় মহারাজা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয় । সমিতির পতাকা উত্তোলন করেন মহকুমা শাখার সভাপতি কমরেড পল্লব দেব।

কমরেড পল্লব দেব,নুরুল ইসলাম, নিতাই সরকার, দেবাশিস দেবকে নিয়ে সভাপতিমন্ডলী গঠন করে সভার কাজ শুরু হয় ।  পর্যালোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন  কমরেড বীরেন্দ্র নারায়ণ চক্রবর্তী ।

উপস্থিত ছিলেন সমিতির জেলা সম্পাদক কমরেড সুজিত দাস- তিনি বর্তমান শিক্ষা ও শিক্ষকেদের বিভিন্ন সমস্যা ও সমাধানের পথ নিয়ে আলোচনা করেন ।

আজকের সভায় আগামী দিনে বিভিন্ন বিষয়ে অনেক গুলো প্রস্তাব গ্রহণ করা হয়। রিপোর্টের উপর বেশ কয়েকজন আলোচনা করেন ।