আধার-প্যান সংযুক্তিকরণের সময়সীমা বাড়ল।আগের নির্দেশিকা অনুযায়ী ৩১ ডিসেম্বরই ছিল সংযুক্তিকরণের শেষ দিন। কিন্তু ৩১ ডিসেম্বর নয় এখন আগামী ৩১ মার্চ পর্যন্ত আধার-প্যান সংযুক্তিকরণ করা যাবে।
অনলাইনে আপনাকে e-filing ওয়েবসাইটে (www.incometaxindiaefiling.gov.in) যেতে হবে। সেখানে ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করতে হবে।
আপনার অ্যাকাউন্ট না থাকলে রেজিস্ট্রেশন করতে হবে।
লগ ইন করলে একটি পেজ খুলবে। তারপরে নীল স্ট্রিপের প্রোফাইল বেছে নিতে হবে।
সেখানেই পাওয়া যাবে আধার কার্ড লিংকের অপশন। সেটিকে সিলেক্ট করে আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে আধার লিংক অপশনে ক্লিক করতে হবে।
তবে অনলাইন ছাড়াও সংযুক্তিকরণ সম্ভব। মোবাইলের মাধ্যমেও প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতে পারেন। আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, 567678 অথবা 56161 নম্বরে এসএমএস করে আধার ও প্যান কার্ড লিঙ্ক করা যেতে পারে।
UIDPAN<১২ অঙ্কের আধার নম্বর> <১০ অঙ্কেরর প্যান নম্বর>
এই ভাবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মেসেজ করতে হবে ওপরের যেকোনো একটি নম্বরে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊