শঙ্কর পাণ্ডে,ক্যানিং,২৪ পরগণা( দঃ): আবার খবরের শিরোনামে দক্ষিণ ২৪পরগণা,প্রায়ই কোনো না কোনো ঘটনায় নাম উঠে এসেছে দক্ষিন ২৪পরগণা জেলার প্রত্যন্ত গ্রাম থেকে একেবারে মফস্বল পর্যন্ত,রাজনৈতিক সংঘর্ষ থেকে খুন,জখম,মার্ডার সবই নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।তবে এবারে যে ঘটনাটা ঘটলো-সেটা খুবই অপ্রত্যাশিত।বারুইপুরে একটি নির্মীয়মাণ বাড়িতে আচমকা কেঁপে উঠল এলাকা।ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার  নাজির পুর এলাকায়।বিস্ফোরনে গুরুতর আহত হয়েছে নবম শ্রেণীর তিন স্কুল ছাত্র।তাদেরকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর চিওরঞ্জন ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর,বারুইপুর মদারাট আটঘরা কালীকৃষ্ণ বিদ্যাপীঠের নবম শ্রেণীর তিন ছাত্র মানব সরদার,রাজ শেখ,ও রাজেশ সরদার ওই নির্মীয়মাণ বাড়িতে ঢুকলে,তার কিছুক্ষন পরেই ওই নির্মীয়মাণ বাড়ির দ্বিতীয় তলায় বিস্ফোরন ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে ।বিস্ফোরনের প্রবল আওয়াজে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।