source: news18 bangla

২০১২ সালে কলকাতা শহরে ট্রাম চলত ২৫ টি রুটে। ২০১৯ সালে শহরে ট্রাম চলে মাত্র ৭টি রুটে। ময়দান রুট ছাড়া আর কোথাও টাইম টেবিলের ধারপাশ দিয়ে ঘন্টা বাজিয়ে ট্রাম ছোটে না। 


পরিবহণ দফতর নিযুক্ত বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব ছিল ছোট করে দেওয়া হোক ট্রাম। যেহেতু একাধিক জায়গায় ট্রাম লাইন এমন ভাবেই অবস্থিত সেখানে ট্রাম ঘোরানো মুশকিল হয়ে যায়। যার জেরে তৈরি হচ্ছিল ব্যাপক যানজট। 

এর পরেই নোনাপুকুর ট্রাম ডিপোতে তৈরি করে ফেলা হয় এক কামরার ট্রাম। আর সেই এক কামরার ট্রাম এখন ট্রাম সংস্থায় এনে দিয়েছে গতি।

পরিবহণ দফতর সূত্রে খবর, আগামী বছরের মার্চ মাসের মধ্যেই মোট ২৫ টি এক কামরার ট্রাম নামানো হবে । 

বড়দিনের সময়ে শহরের বেশ কয়েকটি রুটে এই এক কামরার ট্রাম চালিয়ে দেখা হবে। তারপর বাড়ানো হবে ধাপে ধাপে সংখ্যা । 

তবে এক কামরার ট্রামের জন্য কমেছে কর্মীর সংখ্যা। আগে দুটি কামরার জন্য থাকতেন দু’জন করে কন্ডাক্টর। এখন অবশ্য এক কন্ডাক্টরকে নিয়েই ছুটবে ট্রাম। তবে সেই কর্মীদের অন্য কাজে লাগানো হবে বলে জানাচ্ছে সংস্থার আধিকারিকরা।  এক কামরার ট্রাম চালিয়ে অবশ্য আয় বেড়েছে বলে উঠে এসেছে অডিট রিপোর্টে। 

news source: news18 bangla