![]() |
Pic src- zeenews |
10 ডিসেম্বর : রাজ্যপালের বিরুদ্ধে নাজিরবিহীনভাবে ধর্ণায় তৃণমূল কংগ্রেসের এসসি এসটি সেলের বিধায়কদের l এর আগে বিভিন্ন কারণে রাজ্যসরকার ও রাজ্যপালের সংঘাত আমাদের চোখে পড়েছে কিন্তু আজ সরাসরি বিধানসভায় তৃণমূল বিধায়কদের মুখে রাজ্যপাল বিরোধী স্লোগান l
বিধানসভা অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তৃণমূল এসসি এসটি সেলের বিধায়করা গো ব্যাক রাজ্যপাল স্লোগান দিতে দিতে বিধানসভা কক্ষ ত্যাগ করে আম্বেদকরের মূর্তির সামনে ধর্ণায় বসে l তাঁদের দাবী রাজ্যপাল এসসি এসটি বিলের মত অনেক গুরুত্বপূর্ণ বিল রাজ্যপালের স্বাক্ষরের অপেক্ষায় আছে কিন্তু রাজ্যপালের দিক থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না l তাঁদের আরও দাবী রাজ্যপাল সম্পূর্ণ বিজেপির নির্দেশে এই রকম আচরণ করছেন l অন্যদিকে একই দাবী তৃণমূল সংসদরা লোকসভায় তোলেন ও রাজ্যপাল পরিবর্তনের দাবী তোলেন l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊