সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ীর নবোদয় গুরুকুল ট্রাস্ট এর দশম বর্ষ উদযাপন চলছে। এছাড়াও, এদিন অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ওকড়াবাড়ীর গোষ্ঠ‍্যপাল ক্রীড়াঙ্গনে নবোদয় গুরুকুলের নবোদয় গুরুকুল বিদ‍্যাপীঠ ও নবোদয় গুরুকুল কিডজির ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল এদিনের ক্রীড়া উৎসব। জাতীয় পতাকা ও বিদ‍্যালয়ের পতাকা উত্তোলনের মধ‍্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার বিশিষ্ট ক্রীড়াবিদ অজিত চন্দ্র মহাশয়, নবোদয় গুরুকুল ট্রাস্ট সেক্রেটারি বিপ্লব রহমান মহাশয়। এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় পরিচালক ছিলেন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী গোপন বর্মন। এছাড়াও সকল শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় এদিনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। অজিত চন্দ্র বর্মনের উজ্জ্বল উপস্থিতি পুরো প্রতিযোগিতাকে অন‍্য মাত্রায় পৌঁছে দেয়। অজিত চন্দ্র বর্মন বলেন, ওকড়াবাড়ীর মানুষ খেলাধূলো পছন্দ করেন, এরকম এক পূন‍্যভূমিতে নবোদয়ের ক্রীড়া প্রয়াসের ভূমিকা অন‍্যমাত্রায় পৌঁছে দেবে। সর্বমোট ২০টি ইভেন্টে সম্পন্ন হয় এদিনের ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিটি ইভেন্টে প্রথম তিনজনকে এদিনেই পুরষ্কার প্রদান করা হয়।