সাদাকালো কথা র অনেক মানে হয় যেমন ভালো খারাপ, ভালোলাগা খারাপ লাগা আরো একটা মানে হয় যেটা হচ্ছে আইন যে জন্য কোর্টে সাদা মূর্তি থাকে হাতে দাঁড়িপাল্লা নেওয়া আর তার চোখ বাঁধা থাকে কালো কাপড়ে এইখানে আমার ফার্স্ট scene এর একটা অন্য মানে আছে যেহেতু গল্পটা একটা psycho killer এর তাই একজন killer খুন করবে বলে যখন mindset করে নেয় তখন automatically তার মাথা থেকে আইন ব্যাপারটা উড়ে যায় । তাই first scene এ আমরা একজন lawyer যে আইনের রক্ষক তাকে মেরে দিয়েছি ।
 colour এখানে একটা খুব বড় role প্লে করছে । এখানে অনেক রকম colour use করা হয়েছে mainly ব্ল্যাক and white এর 3টে shade use করা হয়েছে eg. Megenda b/w, Teal b/w, Fade b/w. তারপর ভালোবাসার revine হওয়ার জায়গায় retro colour উসে হয়েছে ।
ছবির অভিনয়ে ছিলেন শান্তনু চ্যাটার্জী, মনিসা পাত্র, বিশ্বজিৎ নায়ক, বৈভব হালদার এবং নবনিতা হালদার। ছবির কাহিনী রচনা ও পরিচালনা করেছেন অর্নব কর ও ইন্দ্রানী আদক। ছবিটি মুক্তি পেয়েছে AI CREATION KOLKATA এর ইউটিউব চ্যানেল এ।