SER - 20 :৩ রা  ডিসেম্বর  বিশ্ব প্রতিবন্ধী দিবস কে সামনে রেখে পচিমবঙ্গের কোচবিহার  জেলা বিশেষ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে D.M অফিসে ডেপুটেশন জমা দেয়। প্রতিবন্ধী বাচ্চাদের শিক্ষার বঞ্চনার উদ্দেশ্যে এবং রাজ্য জুড়ে বৃহৎ আন্দোলনের উদ্দেশ্যে সমন্নিত শিক্ষা ব্যবস্থায় ভারতবর্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সাধারণ বাচ্চাদের সাথে পড়াশোনার সুযোগ পেলেও তাদের শিক্ষা দানের জন্য পচিমবঙ্গের স্কুল গুলোতে নেই কোনো বিশেষ শিক্ষক। তাহলে তাদের শিক্ষা দান কি ভাবে আর কোন পদ্ধতিতে হচ্ছে ?এদের পাঠ দানের জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত b.ed এবং d.ed প্রশিক্ষক কিন্তু ভারতবর্ষে নানান রাজ্যে বিশেষ শিক্ষক নিয়োগ ব্যাবস্থা চালু করলেও, পশ্চিমবঙ্গে এই নিয়ে কোনো নিয়োগ নীতি গ্রহণ করা হয়নি,ফলে পশ্চিমবঙ্গের এই রাজ্যের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা যথাযথ হচ্ছে না। অথচ নিয়ম অনুযায়ী প্রত্যেক স্কুলগুলিতে অন্তত ২জন করে স্পেশাল এডুকেটর থাকা বাধ্যতা মূলক এই নিয়ে রাজ্য শিক্ষামন্ত্রী, শিক্ষা  দফতরকে  জানানো থেকে শুরু করে কোর্টে কেস সবই হয়েছে।
তাই নিন্মলিখিত দাবি গুলি সামনে রেখে ডেপুটেশন জমা দেয় বিশেষ শিক্ষক সংগঠন-
1) সমন্বিত শিক্ষার অধিকার এ সাধারণ স্কুলগুলিতে বিশেষ শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ভাবে বিশেষ শিক্ষক নিয়োগ করা।              
2) স্থায়ী ভাবে প্রত্যেকটা প্রাথমিক ও উচ্চ - প্রাথমিক স্কুলে অন্তত দুই জন করে বিশেষ শিক্ষক নিয়োগ করা।  
3) মাস এডুকেশন সুবিধা ভুক্ত স্পেশাল স্কুল গুলিতে যথাযত বিশেষ শিক্ষক নিয়োগের ব্যাবস্থা করা।      4) বিশেষ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 50 বছর করা।


বিস্তারিত  সব  সংগঠন  এর কার্য কর্তা  দের  কাছ  থেকে  জেনে  নিই :-