SER-10,জলপাইগুড়ি, ০৭ ডিসেম্বর ২০১৯ : ফের জয়লাভ জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের। আজ শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার তরফে গোপন সূত্রে অভিযান চালিয়ে জলপাইগুড়ির গোশালা মোড়ে ৪০ কেজি গাজা সহ আটক করে  ২ যুবককে। এবং তার সাথে তাদের পাচারের কাজে ব্যবহার করা একটি ছোট গাড়িও আটক করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, পাচারকারীরা কোচবিহার থেকে গাঁজা নিয়ে শিলিগুড়ি যাচ্ছিল। এবং তাদের জলপাইগুড়ি গোশালা মোড়ে আটক করা হয়। ধৃতদের নাম সুশান্ত রায় এবং রিপন সরকার। তাদের বাড়ি কোচবিহার জেলায়।  ধৃতদের বিরুদ্ধে নিদিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।