source: toi

আগামী ৩০ শে ডিসেম্বর কোচবিহারের ঐতিহ্যবাহী বইমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। সেদিন বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। প্রতি বছরের ন্যায় এ বছরও রাসমেলা মাঠে ৮ দিনব্যাপী এই বইমেলা চলবে। দেশ এবং দেশের বাইরের বিভিন্ন পাবলিশাররা নানান বইয়ের সম্ভার নিয়ে হাজির হবেন মোট ১৩৫ টি বুকস্টলে।

এই বইমেলা উপলক্ষে ৩০ শে ডিসেম্বর কোচবিহার শহরের সাগর দীঘি পাড়ের শহীদ মঞ্চ থেকে জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী এবং বইপ্রেমীদের সহযোগিতায় একটি পদযাত্রা হবে।

মন্ত্রী রবিন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন এবছরের বইমেলায় সকলের জন্য অবাধ প্রবেশ।