WhatsApp ছাড়া বর্তমান প্রজন্মের জীবন ভাবাই মুশকিল হয়ে গেছে বিশেষত তরুন প্রজন্মের কাছে।
WhatsApp একটা বড়সড় রদবদল করলো। ক্যামেরার ফিচারে আপডেট করা হল। এই আপডেটে একটি BUG-কেও ফিক্স করা হয়েছে। অনেক সময় ভয়েস মেসেজ প্লে করলে অ্যাপ ক্রাশ করে যেত এই বাগ এর জন্য। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে WhatsApp। আরও একবার নতুন ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। আগের ক্যামেরা আইকন থেকে একটু আলাদা একটি ক্যামেরা আইকন দেখা গিয়েছে WABealInfo ওয়েবসাইটে। ভিইউ ফাউন্ডারও যুক্ত করা হয়েছে বলে মনে হচ্ছে ঐ আইকন দেখে। WhatsApp-এর নতুন এই ক্যামেরা আইকনটি স্ট্যাটাসের ট্যাবে ও চ্যাট বারের ক্যামেরা আইকনেও দেখা গিয়েছে। এই ক্যামেরা আইকনের ব্যাকগ্রাউন্ডে একটি বড় সবুজ রঙের শেড দেখা যাবে। ডার্ক মোড আশার পরে আমার একটি নতুন ক্যামেরা আইকন আশা করতে পারি। কিন্তু WhatsApp Android-এর বিটা ভার্সন - 2.19.328 এ এখনও ডার্ক মোড আসে নি। তবে এই মুহূর্তে শুধুমাত্র বিটা ভার্সনে এই ফিচারটি পাওয়া যাবে। আগামী দিনে সকল Whatsapp ব্যবহারকারী এই ফিচারটি উপভোগ করতে পারবে।
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি-সরাসরি নিউজ সিন্ডিকেট থেকে সংগৃহীত।
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি-সরাসরি নিউজ সিন্ডিকেট থেকে সংগৃহীত।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊