পাঁচ বছরের জন্য এবং একটি উন্নয়নমুখী প্রশাসন - এই ঘোষণা দিয়ে মহারাষ্ট্রে প্রথমবারের মত শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট ক্ষমতায় আসতে চলেছে বলে গতকাল শরদ পওয়ার এক বিবৃতি দিয়েছেন। 

মহারাষ্ট্রের বিভিন্ন মতাদর্শের সাথে জড়িত নতুন পার্টির এই তিনদলীয় জোট শিবসেনা নেতৃত্ব দেবে বলে জানিয়েছেন উদ্ধব ঠাকুর ও এনসিপি-র নেতারা ।

তিনটি দল ইতোমধ্যে একটি সাধারণ ন্যূনতম কর্মসূচীর (সিএমপি) খসড়া প্রস্তুত করেছে যা তাদের রাজ্যে তাদের নব্য জোটের এজেন্ডাকে তুলে ধরবে।

এনসিপি প্রধান শরদ পওয়ার বলেছিলেন যে শিবসেনা-এনসিপি-কংগ্রেস সরকার গঠন করা হবে এবং পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবে, কারণ তিনি বর্তমানে রাষ্ট্রপতির অধীনে থাকা রাজ্যে মধ্য-মেয়াদী নির্বাচনের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন।

নাগপুরে সাংবাদিকদের সাথে কথা বললে পওয়ার বলেছিলেন যে তিনটি দল একটি স্থিতিশীল সরকার গঠন করতে চায় যা উন্নয়নমুখী হবে।

কোনও দলই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ না দিতে পারায় বর্তমানে সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার বলেছেন, এবার শিবসেনার সঙ্গে এনসিপি-কংগ্রেস জোট হাতে হাত ধরে সরকার গঠন করবে মহারাষ্ট্রে। যদিও প্রথমে কিছুতেই শিবসেনার সঙ্গে সরকার গড়তে রাজি ছিল না কংগ্রেস । তবে শেষপর্যন্ত আদর্শগতভাবে শিবসেনার সঙ্গে মতভেদ থাকলেও একজোট হয়ে ওই ৩ দল পূর্ণ মেয়াদের সরকার চালাবে বলেও আত্মবিশ্বাসী তিনি। জানা গেছে, শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের জন্যে অনুমতি চাইবে ওই তিন দল।

"এই সরকার গঠিত হবে এবং এটি পাঁচ বছরের পূর্ণ মেয়াদের সরকার হবে। আমরা সকলেই এই সরকারের পাঁচ বছর থাকা অবশ্যই নিশ্চিত করব", বলেন শরদ পাওয়ার। 

গত সপ্তাহেই শিবসেনা-এনসিপি-কংগ্রেস মিলে সরকার গড়লে সেই সরকার ৬ মাসের বেশি চলবে না বলে পূর্বাভাস দেন বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সেই কথাকে কটাক্ষ করে এনসিপি প্রধান পাওয়ার বলেন, "আমি বেশ কয়েক বছর ধরে দেবেন্দ্রজিকে চিনি। তবে আমি জানতাম না যে তিনি জ্যোতিষেরও ছাত্র"।

source: pti