source: file pic


এবার হয়তো নিতান্তই সাদা-মাটা ভাবেই শুরু হতে চলেছে। নতুন মরসুমে Board of Control for Cricket in India (BCCI) এটিকে বিষয়টিকে ‘‘টাকা নষ্ট'' বলেই আখ্যা দিয়েছে। বিসিসিআই কর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘‘উদ্বোধনী অনুষ্ঠান টাকা নষ্ট। ক্রিকেট ভক্তরা এই সবে মোটেও আগ্রহী নয় এবং পারফর্মারদের পিছনে অনেক টাকা খরচ হয়ে যায়।'' ২০১৯ আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল হয়ে গিয়েছিল পুলওয়ামা আক্রমণের জন্য। সেই পুরো টাকাটাই সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছিল।
বিসিসিআই এক বার্তায় জানিয়েছে, ‘‘আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের খরচ ২০ কোটি টাকা। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই টাকার ১১ কোটি দেওয়া হবে ভারতীয় সেনাবাহিনীকে, সাত কোটি যাবে সিআরপিএফ-এ বং এককোটি করে দেওয়া হবে নেভি ও এয়ারফোর্সকে।''