অন্বেষিকা দাস: কোচবিহার:দুর্গাপুজা ,কালীপূজা শেষে আপামোর বাঙালীর মনে চলছে এক বিষাদের ছায়া।কিন্তু কোচবিহারবাসীর মনে যেন এখনও আনন্দের ছোঁয়া  অটুট আছে।কেননা উত্তরবঙ্গের সবচেয়ে বড় উৎসব কোচবিহারে রাসমেলার প্রস্তুতিপর্ব এখন তুঙ্গে।রাসমেলার ঐতিহ্য রাসচক্রের এবং পুতুনা রাক্ষসীর খুঁটি পোঁতা হয়ে গেছে, চলছে নির্মানের কাজ।চারদিকে চলছে এক খুশির আমেজ।নেপাল,ভূটান,বাংলাদেশ থেকে কিছু ব্যবসায়ী এই মেলায় তাদের জিনিসপত্রের পসরা সাজিয়ে  সকলের এক মনোরঞ্জনের সুযোগ করে দেন।দিন রাত তারই প্রস্তুতি চলছে। কোচবিহার পৌরসভার তরফ থেকে জানা যায় এগারো তারিখ নিয়মমেনে রাসচক্রের উদ্বোধন হবে এবং রাসমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হবে তেরো তারিখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।আপামোর কোচবিহারবাসীর মনে যেন একই রব চলছে রাসমেলা রাসমেলা রাসমেলা।