update:9:34am10nov
ইতিমধ্যে সুন্দরবন-কলকাতা-বাংলাদেশে তান্ডব শুরু হয়েছে বুলবুলের। ইতিমধ্যেই শহরে গাছ পড়ে মৃত্যু হয়েছে ১ জনের। স্কুল, কলেজ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই ১.২ লক্ষ মানুষকে দুর্বল উপকূলীয় অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।একটি টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন-“ঘূর্ণিঝড় বুলবুল পশ্চিমবাংলার মধ্য দিয়ে যেতে চলেছে। আমাদের রাজ্য প্রশাসন পরিস্থিতি ২৪x৭ পর্যবেক্ষণ করছে। আমরা যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য সবরকমের ব্যবস্থা নিচ্ছি। বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং এনডিআরএফ-এসডিআরএফের দল মোতায়েন রয়েছে,”
তবে স্থলভাগে প্রবেশ করে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল বর্তমানে শক্তি হ্রাস করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরশু থেকে আকাশ পরিষ্কার থাকবে। বর্তমানে কেন্দ্রীয় অঞ্চলের চারপাশের বায়ুর গতি ঘন্টায় ১০০-১১৫ কিমি প্রতি ঘণ্টায় ও সর্বোচ্চ বাতাসের ঝাপটা ১২০ কিমি প্রতি ঘণ্টায়। ওয়েদার ম্যাপ অনুসারে কোচবিহারের উপরদিয়েই আস্তে আস্তে সরে যাবে বুলবুল।
দেখুন ওয়েদার ম্যাপ-
update: 9:28pm-9nov
অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল বর্তমানে স্থলভাগে প্রবেশ করতে শুরু করেছে। প্রবল দুর্যোগের আশঙ্কা বাড়ছে। বর্তমানে বাতাসের গতি ঘন্টায় ১৩৫-১৫০ কিলোমিটার এবং ১৭৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে আগামী ১২ ঘন্টায় কলকাতা সহ উপকূলীয় এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি হতে পারে। দ ২৪ পরগণার সাগরের আশেপাশে আছড়ে পড়া শুরু করেছে। উপকূলীয় এলাকায় ঘন্টায় ১৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং বাকি অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া সূত্রে খবর।
update: ৫:৪২ pm-9 nov
![]() |
pic from coochbehar |
![]() |
pic from lataguri-tapas roy |
ঘূর্ণিঝড় বুলবুল ইতিমধ্যেই আরো শক্তিবৃদ্ধি করেছে, শক্তি বৃদ্ধি করে উত্তর উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
ঘূর্ণিঝড় বুলবুল আজ রাত সাতটা থেকে দশটার মধ্যে সাগরদ্বীপ থেকে বকখালির মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে।
ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ঘন্টায় ১৭০ কিলোমিটার প্রতি ঘন্টা। দমকা হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর কে চরম সতর্কবার্তা জারি করা হচ্ছে।
তথ্যসূত্র সৌজন্যেঃ ওয়েদার ওয়েস্টবেঙ্গল ফেসবুক
বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণিঝড় বুলবুল বর্তমানে শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হয়ে প্রবলতর থেকে ভয়ঙ্কর প্রবলতর হয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় আগামী ৯-১১ তারিখের মধ্যে সাগরদ্বীপ অঞ্চলে আঘাত করতে পারে প্রবল বা প্রবলতর ঘূর্ণিঝড় হিসাবে। এর প্রভাবে কাল থেকেই বৃষ্টি বাড়তে পারে ।
শনিবার থেকে প্রবল দুর্যোগ শুরু হবে । ঘন্টায় ১০০ কিমির বেশি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে নামখানা, সাগর, রায়দীঘি, ক্যানিং , গোসাবা , দ: কলকাতা , দীঘা, শঙ্করপুর , তমলুক, কাথি, রামনগর, সহ নানা জায়গায়।
ঝোড়ো হাওয়া সহ প্রবলতর বৃষ্টি হতে পারে হাওড়া , হুগলি, উ কলকাতা, মেদিনীপুর, নদীয়া , উ ২৪ পরগণা সহ একাধিক জেলায়। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, মংলা, পশ্চিম বরিশাল, যশোর প্রবল থেকে প্রবলতর ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টি পেতে পারে ৮-১৩ নভেম্বর তারিখের মধ্যে।
Update
🔴 বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল ইতিমধ্যেই শক্তিবৃদ্ধি করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
আগামী 24 ঘণ্টায় ঘূর্ণিঝড় বুলবুল আরো শক্তি বৃদ্ধি করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
বর্তমানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের বায়ুর চাপ ৯৮৪ মিলিবার। বর্তমানে ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১২৯ কিলোমিটার প্রতি ঘন্টায় পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
বর্তমান উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই শক্তিশালী মেঘপুঞ্জ প্রবেশ করতে শুরু করেছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে।
উপকূলবর্তী অঞ্চলে আজ রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা।
বুলবুলের কারনে আগামীকাল দুই 24 পরগনা, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম আর দুই মেদিনীপুরের সব স্কুল (প্রাইমারি, হাই, হায়ার সেকেন্ডারি) বন্ধ থাকবে বলে রাজ্য সরকার ঘোষনা করেছেন।
source: weather report
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊