Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ভোডাফোন!


গতকয়েকদিন থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে ভোডাফোন নেটওয়ার্ক এর সমস্যায় ভুগছেন গ্রাহকরা। তাঁর মধ্যেই বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ভোডাফোন ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। স্বভাবতই এতে আতঙ্কিত গ্রাহকরা। 

তবে ভারত ছাড়ার খবর নেহাতই 'গুজব' বলে উড়িয়ে দিল ভোডাফোন সংস্থা। সম্প্রতি একটি সংবাদ সংস্থা দাবি করে, ভারত থেকে ব্যবসা গুটিয়ে চলে যেতে ইতিমধ্যেই গোছগাছ শুরু করেছে  টেলিকম সংস্থা ভোডাফোন। খবরে উল্লেখ করা হয়, বেশ কয়েক মাস ধরে প্রতিযোগিতার বাজারে মন্দা দশা চলছে ভোডাফোনের। বহু গ্রাহক হারিয়েছে খুব অল্প সময়ে। ভোডাফোনের পার্টনার সংস্থা আইডিয়াও লক্ষাধিক গ্রাহক হারিয়েছে গত কয়েক মাসে। বিশেষ সূত্রের উল্লেখ করে বলা হয়, বাজারে লাভের মুখই দেখছে না এই সংস্থা। শোনা যাচ্ছে, ভোডাফোন তার ঋণদাতাদের কাছে ঋণের বোঝা কমানোর জন্যও আবেদন করেছে। এই অবস্থায় তাদের পক্ষে আর ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেই মনে করছেন টেলি-বিশেষজ্ঞরা।

ভোডাফোন একটি বিবৃতি জারি করে বুধবার জানিয়েছে, তারা সাময়িক ভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন ঠিকই, তবে সে জন্য ঋণ কমানোর কোনও আবেদন কারও কাছে তারা করেনি। এই বিষয়টি পুরোপুরি মিথ্যে বলে দাবি করেছে ভোডাফোন।

কিন্তু ভোডাফোন ভারত থেকে ব্যবসা না গোটালেও বিগত কয়েকদিন থেকে গ্রাহকরা নেটওয়ার্কের ব্যাপক সমস্যার সম্মুখিন হচ্ছে বলে জানা গেছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code