ইলেক্ট্রনিক্স বর্জ্য থেকে তৈরি হবে ২০২০ টোকিও অলিম্পিকের সোনার মেডেল। ই-বর্জ্য থেকে সংগৃহীত সোনা ও  রুপার মেডেল তুলে দেওয়া হবে জয়ী খেলোয়ারদের। এই অভিনব উদ্যোগ নিয়েছে ২০২০ সালের  অলিম্পিক সংগঠক কমিটি। উদ্যক্তারা জানিয়েছেন সোনা- রুপা ও ব্রোঞ্জের  পদক প্রায় ৫ হাজার লাগে। বিপুল সংখ্যক পদকের জন্য অনেক অর্থ  লাগে। সেই জন্য ২০১৭ সালে এক পরিকল্পনা করা হয় যে বৈদ্যুতিক বর্জ্য থেকে এই মেডেলের জন্য প্রয়োজনীয় ধাতু সংগ্রহ করা হবে। এঁর ফলে মেডেল তৈরির খরচ ও কমান যাচ্ছে ও পরিবেশ বান্ধব প্রকল্প হিসাবে ই বর্জ্যের সঠিক ব্যাবহারের নতুন দিশা দেখান হচ্ছে  বিশ্ব কে।