গৌতম সাহাঃ
UUPTWA এর ঘোষিত কর্মসূচী অনুযায়ী তারা প্রায় ৫০ থেকে ৬০ হাজার প্রাথমিক শিক্ষক মাননীয় শিক্ষামন্ত্রীর সঙগে দেখা করার উদ্দেশ্যে যাদবপুর ৮ বি বাস স্টান্ডের পাশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেট থেকে সুশৃঙখল মিছিল এগিয়ে এলে পুলিশ বাঘাযতিন মোড়ে আঁটকে দেয়।
UUPTWA নেতৃত্ব ২৪ ঘন্টা অবস্থান কর্মসূচী ঘোষণা করেছেন। তাদের বক্তব্য মাননীয় শিক্ষামন্ত্রী যতক্ষন না তাদের নায্য দাবী মেনে নিচ্ছেন এবং সরকারী নোটিশ প্রকাশ করছেন ততক্ষন তারা অবস্থান করবেন।
অবস্থান কর্মসূচি ঘোষণার পরপরই শিক্ষামন্ত্রী তিনজন প্রতিনিধির সঙগে আলোচনায় বসবেন বলে অনুরোধ করেছেন।
তিনজন প্রতিনিধি শিক্ষামন্ত্রীর সংগে আলোচনার পর ফিরে এসেছেন অবস্থান স্থানে।
আলোচনায় মেলেনি কোন সমাধান। ঘোষিত অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই উস্থিয়ানরা।পৃথা বিশ্বাস জানান-অবস্থান চলবে তবে সাধরণ মানুষের অসুবিধা যাতে না হয় তাই রাস্তা থেকে অবস্থান কমর্সূচী পার্শ্ববর্তী পার্কে সরিয়ে নিয়ে যাওয়া হবে।
কিন্তু রাত নামতেই গ্রেপ্তার হন শয়ে শয়ে উস্থিয়ান। এই মুহুর্তে বিশাল সংখ্যক উস্থিয়ানরা যাদবপুর থানা অবরোধ করলেন। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন স্থানীয় বিধায়ক সুজন চক্রবর্তী।
উস্থিয়ানরা স্থানীয় গুন্ডাদ্বারা প্রহৃত হয়েছেন বলে অভিযোগ। তবে কি উস্তিয়ান দের নায্য দাবীকে প্রশাসন মোকাবিলা করতে পারছে না দেখে তাদেরকে কোন মহল থেকে উস্কানি দেওয়া হল? প্রশ্ন উস্থিয়ান নেতৃত্ত্বের।
০৭ নভেম্বর-সকালের আপডেটঃ
এইমাত্র খবর পাওয়া গেল UUPTWA রাজ্য সম্পাদিকা পৃথা বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, গতকাল রাতে ১২৪ জনকে গ্রেপ্তার করা হয়৷ লালবাজার থেকে ১২৪ জনকে মুক্তি দেওয়া হলেও ১২ জনকে যাদবপুর থানায় আটকে রাখা হয়৷ ওই ১২ জন শিক্ষককে মুক্তি দেওয়ার শর্তে নেতৃত্বকে ডেকে পাঠানো হয়৷ কিন্তু, থানায় নেতৃত্ব উপস্থিত হতেই তাঁদের গ্রেপ্তার করা হয় বলে খবর৷
আজ দুপুর ১ টায় আলিপুর কোর্টে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। আলিপুর কোর্টের পথে ইতিমধ্যে রওনা দিয়েছেন উস্থির সমর্থকরা।
০৭ নভেম্বর-বিকাল ৪ টার আপডেটঃ
শুনানি শেষ হলো। রায়দান স্থগিত রাখলেন। রায় দেবেন আর কিছুক্ষণের মধ্যেই। তবে সরকারি উকিল সাওয়ালের সময় বললেন, উস্থিয়ানরা শিক্ষক নয় 'হুলিগান'।
BREAKING NEWS
০৭ নভেম্বর-বিকাল ৫ টার আপডেটঃ
এইমাত্র আলিপুর আদালত ব্যক্তিগত ১০০০ টাকা বন্ডে উস্থির সভাপতি, সম্পাদিকা সহ সকল উস্থিয়ানদের জামিন দিয়েছেন ।
০৭ নভেম্বর-বিকাল ৪ টার আপডেটঃ
শুনানি শেষ হলো। রায়দান স্থগিত রাখলেন। রায় দেবেন আর কিছুক্ষণের মধ্যেই। তবে সরকারি উকিল সাওয়ালের সময় বললেন, উস্থিয়ানরা শিক্ষক নয় 'হুলিগান'।
BREAKING NEWS
০৭ নভেম্বর-বিকাল ৫ টার আপডেটঃ
এইমাত্র আলিপুর আদালত ব্যক্তিগত ১০০০ টাকা বন্ডে উস্থির সভাপতি, সম্পাদিকা সহ সকল উস্থিয়ানদের জামিন দিয়েছেন ।
বিস্তারিত আপডেট পেতে সাথে থাকুন।
আপডেট নিউজ পেতে আমাদের ফেসবুক পেজে নজর রাখুন-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊