জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা হিন্দু শক্তি দেবী। ইনি দেবী দুর্গার অপর রূপ। উপনিষদে এঁর নাম উমা হৈমবতী। বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও এঁর উল্লেখ পাওয়া যায়। যদিও জগদ্ধাত্রী আরাধনা বিশেষত বঙ্গদেশেই প্রচলিত।
জগদ্ধাত্রী পূজা উপলক্ষ্যে পশ্চিম বর্ধমান বাংলাপক্ষ থেকে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা ও সম্মাননা প্রদান করা হয়। বাংলাপক্ষের তরফ থেকে চারটি জগদ্ধাত্রী পুজোকে সেরা বাঙালিয়ানা পুরস্কারে ভূষিত করা হলো -বামুনআরাহ , মলানদীঘি, গোপালপুর পশ্চিম পাড়া, আর বিধাননগর সেক্টর 2c পুজো কমিটি ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊