ভারতীয় রেলের প্রথম বেসরকারি ট্রেন 'তেজস' অক্টোবরে 70 লক্ষ টাকা লাভ করে। সূত্রের খবর , টিকিট বিক্রি থেকে প্রায় 3.70 কোটি টাকা আয় পেয়েছে ট্রেনটি ।ট্রেনটি চলেছিল লখনউ-দিল্লি রুটে । রেলের উন্নতিতে 150 প্যাসেঞ্জারের এই ট্রেনটি চালানোর জন্য 50টি স্টেশন বিশ্বমানের করার লক্ষ্যমাত্রা স্থির করেছে সরকার। 5অক্টোবরে থেকে 28 অক্টোবর পর্যন্ত 21 দিন চলেছে ট্রেনটি ।এর পরিষেবা সপ্তাহে ৬ দিন । অক্টোবরে IRCTC'র খরচ হয়েছিল প্রায় ৩ কোটি টাকা ।এই অত্যাধুনিক
ট্রেন থেকে প্রতিদিন গড়ে 17.50 লক্ষ টাকা আয় করে রেলের সহযোগী সংস্থা ।