উত্তরের গুণী সুজন সুবীর চক্রবর্তী
শুভাশিস দাশ
সুবীর চক্রবর্তী কে চিনতে হয়তো অসুবিধা হচ্ছে ? হবারই কথা কেননা বুবুন চক্রবর্তীর নামের আড়ালে ঢাকা পড়ে গেছে তাঁর পোশাকি নামটি ।
উত্তরের এক বিশিষ্ট সংগীত শিল্পী বুবুন চক্রবর্তী । ছোটবেলা থেকেই গানের পরিবেশে বেড়ে ওঠা । বাবা প্রয়াত দেশবন্ধু চক্রবর্তী ছিলেন একজন খ্যাতিমান সংগীত শিল্পী ।
ছোটবেলা তবলা বাজাতে বেশী পছন্দ করতো কিন্তু একটু বড় হয়ে গানকেই বেছে নিয়ে তাঁর পথ চলা । লোক গীতি , নজরুল গীতি আধুনিক রবীন্দ্র সংগীত সব শাখা তেই তাঁর অবাধ বিচরণ ।
পুরস্কারও পেয়েছেন অনেক । গান নিয়েই থাকতে চান বুবুন চক্রবর্তী । তাঁর কণ্ঠের সুর ছড়িয়ে যাক সর্বত্র এই কামনা আমাদেরও ।
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊