![]() |
pic source: justdial |
নানান ভাষাভাষির প্রায় দুই লাখ বই আছে এই লাইব্রেরীতে। Daisy Forum of India (DFI)-এর সদস্যদের হাত ধরে the Ministry of Social Justice and Empowerment-এর তরফ থেকে এটি নির্মাণ করা হয়েছে। TCS Access-ও এঁদের সঙ্গে যুক্ত। Daisy Forum-এর দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন সদস্যরা এখানে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এমন সবরকমের ডিভাইস থেকেই পড়া যাবে এই লাইব্রেরীর বই।
DAISY প্লেয়াররা এমনকি Braille ব্যবহারকারীরাও এখানে বই পড়তে পারবেন। ছাপার অক্ষর পড়ার সমস্যা আছে যাঁদের তাঁরা মেম্বার অরগাইজেশানগুলোর মারফত Braille কপির জন্য অনুরোধ করতে পারবেন।
DFI-এর সদস্য হওয়া সহজ। আগ্রহী স্কুল, বিশ্ববিদ্যালয়, পাবলিক লাইব্রেরী, NGO, প্রকাশক, কর্পোরেট সংস্থা এরা সকলে এই লাইব্রেরীর গ্রন্থ সংখ্যা এবং আয়তন বাড়ানোর কাজে অংশগ্রহণ করতে পারবেন। IT ইন্ডাস্ট্রির মানুষজন অনলাইন লাইব্রেরীর প্রযুক্তিগত উন্নতি আর ভারতীয় প্রাদেশিক ভাষায় ডিজিটাল কনটেন্ট পড়ার বিষয়ে সহায়তা করবেন।
https://library.daisyindia.org/NALP/welcomeLink.action
https://library.daisyindia.org/NALP/welcomeLink.action
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
like our facebook page for more update
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊