প্রথাগত পড়াশুনা আর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশুনা- দুটো সমান্তরাল রেখায় এগিয়ে চলে। গভীর সম্পর্ক থাকলেও এক নয়।
প্রথমটি আনন্দ সহকারে জানা আর দ্বিতীয়টিতে জানবার কৌশল আয়ত্ত করা।
জানার যেমন কোন শেষ নয়- তেমনি আবার কোন পরীক্ষার জন্য কতটুকু বা কী কী জানতে হবে সেটা আগে জেনে নিতে হয়।
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও যাতে আনন্দদায়ক হয়- সেই উদ্দেশ্যেই আমাদের ‘ekalavya exam preparation’ বিভাগ তৈরি। এই বিভাগে নিয়মিত জ্ঞান চর্চা করা হবে।
পশ্চিমবঙ্গের কথা
১.পশ্চিমবঙ্গের মোট আয়তন- ৮৮,৭৫১ বর্গ কিমি।
২. পশ্চিমবঙ্গের রাজধানী- কলকাতা
৩. পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা- ৮ কোটি ২ লক্ষ ২১ হাজার ১৭১ জন।
৪. পশ্চিমবঙ্গের অবস্থান- পশ্চিমবঙ্গের উত্তরদিকে আছে ভুটান ও সিকিম। দক্ষিণে বঙ্গোপসাগর। পূর্বে অসম, বাংলাদেশ, পশ্চিমদিকে আছে নেপাল এবং ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহার।
৫. পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র- নেপাল, ভুটান ও বাংলাদেশ।
৬. পশ্চিমবঙ্গের প্রতিবেশী অঙ্গরাজ্য- অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম।
৭. পশ্চিমবঙ্গ তিনটি বিভাগ ও ২৩ টি জেলা নিয়ে গঠিত।
৮. ১৯৭৩ সালে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা গঠিত হয়েছিলো।
৯. পশ্চিমবঙ্গে ডলফিন দেখা যায় সুন্দরবনের খাড়িতে।
১০. কলকাতায় পাতাল রেল চালু হয়- ১৯৮৪ সালের ২৪ শে অক্টোবর।
১১. কলকাতার প্রতিষ্ঠাতা বলা হয়- জব চার্ণক-কে তবে কিছু সময় আগে কলকাতা হাইকোর্টের রায়ে বলা হয়েছে কলকাতার প্রতিষ্ঠাতা হলেন- সাবর্ণ চৌধুরী।
১২. পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব ৯০৪ জন।
১৩. জনসংখ্যার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থান- চতুর্থ।
পশ্চিমবঙ্গের কিছু উল্লেখযোগ্য স্থানের নাম ১.পশ্চিমবঙ্গের মোট আয়তন- ৮৮,৭৫১ বর্গ কিমি।
২. পশ্চিমবঙ্গের রাজধানী- কলকাতা
৩. পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা- ৮ কোটি ২ লক্ষ ২১ হাজার ১৭১ জন।
৪. পশ্চিমবঙ্গের অবস্থান- পশ্চিমবঙ্গের উত্তরদিকে আছে ভুটান ও সিকিম। দক্ষিণে বঙ্গোপসাগর। পূর্বে অসম, বাংলাদেশ, পশ্চিমদিকে আছে নেপাল এবং ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহার।
৫. পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র- নেপাল, ভুটান ও বাংলাদেশ।
৬. পশ্চিমবঙ্গের প্রতিবেশী অঙ্গরাজ্য- অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম।
৭. পশ্চিমবঙ্গ তিনটি বিভাগ ও ২৩ টি জেলা নিয়ে গঠিত।
৮. ১৯৭৩ সালে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা গঠিত হয়েছিলো।
৯. পশ্চিমবঙ্গে ডলফিন দেখা যায় সুন্দরবনের খাড়িতে।
১০. কলকাতায় পাতাল রেল চালু হয়- ১৯৮৪ সালের ২৪ শে অক্টোবর।
১১. কলকাতার প্রতিষ্ঠাতা বলা হয়- জব চার্ণক-কে তবে কিছু সময় আগে কলকাতা হাইকোর্টের রায়ে বলা হয়েছে কলকাতার প্রতিষ্ঠাতা হলেন- সাবর্ণ চৌধুরী।
১২. পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব ৯০৪ জন।
১৩. জনসংখ্যার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থান- চতুর্থ।
১. কলকাতা
২. চিত্তরঞ্জন
৩. দার্জিলিং
৪. আসানসোল
৫. দুর্গাপুর
৬. টীটাগর
৭. হরিণঘাটা
৮. সাঁওতালডিহি
৯. গঙ্গাসাগর
১০. দিঘা
১১. হালিশহর
১২. তারাপীঠ
১৩. কামারপুকুর
১৪. জয়রামবাটি
১৫. বীরসিংহ
১৬. দেবানন্দপুর
১৭. বিষ্ণুপুর
১৮. তারকেশ্বর
১৯. নবদ্বীপ
২০. কৃষ্ণনগর
২১. শান্তিনিকেতন
২২. রায়গঞ্জ প্রভৃতি ।
বিখ্যাত কয়েকজন বাঙালির জন্মস্থান
১. কৃত্তিবাস ওঝা- ফুলিয়া[নদিয়া]
২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর- বীরসিংহ[মেদিনীপুর]
৩. কাজি নজরুল ইসলাম- চুরুলিয়া[বর্ধমান]
৪. প্রফুল্লচন্দ্র রায়- রাঢুলি[খুলনা]
৫. শ্রীরামকৃষ্ণ- কামারপুকুর[হুগলী]
৬. স্বামী বিবেকানন্দ- সিমলা[কলকাতা]
৭. শ্রী চৈতন্য দেব- নবদ্বীপ[নদীয়া]
৮. কাশীরাম দাস- সিঙ্গি[বর্ধমান]
চলবে...
নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊