Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডেঙ্গির আতঙ্ক না কাটতেই নুতুন আতঙ্ক স্ক্র্যাব টিফাইস


সংবাদ একলব্য, 24 নভেম্বর : ডেঙ্গি নিয়ে সারা রাজ্য যখন আতঙ্কে ভুগছে তখন নুতুন আতঙ্ক স্ক্র্যাব টিফাইস l ইতিমধ্যে ডেঙ্গিতে রাজ্য জুড়ে শতাধিক মৃত্যু হলেও স্ক্র্যাব টিফাইসে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে l কী এই স্ক্র্যাব টিফাইস - এর আরেক নাম বুশ টিফাইস, এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এর বাহক চিগর (chigger ) নামক এক ধরণের লার্ভা l ইতিমধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, ভারত ও উত্তর অস্ট্রেলিয়ায় এর প্রভাব লক্ষ্য করা গেছে l কীভাবে বুঝবেন আপনি এই রোগে আক্রান্ত - এটিতে আক্রান্ত ব্যাক্তি সহজে বুঝতে পারবেন না কারণ এটি সাধারণ ভাইরাল জ্বরের লক্ষনেরই মতন l চিগাড় লার্ভা কামড়ানোর দশ দিনের মধ্যে এর লক্ষণ প্রকাশ পায় l প্রশ্ন আসতে পারে এই লার্ভা কোথায় পাওয়া যায়?  এটির আদৰ্শ বাসস্থান ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন ফল l বিশেষত চাষের জমিতে এই লার্ভা প্রচুর পরিমানে পাওয়া যায় তবে প্রতিটি এই স্ক্র্যাব টিফাইসের বাহক নাও হতে পারে l কী কী লক্ষণ এই রোগের  
i) কাঁপুনি দিয়ে জ্বর, শীত শীত ভাব 
ii) মাথা ব্যাথা, সারা দেহে ও পেশীতে ব্যাথা 
iii) এই পোকা কামড়ানোর জায়গা কালো দাগ হয়ে থাকবে 
iv)মস্তিস্ক বিকৃতি, রোগী কোমায় পর্যন্ত যেতে পারে 
v)শরীরে ৱ্যাশ বেড় হবে 
vi) শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তপাত হতে পারে 
কী সতর্কতা অবলম্বন করবেন 
এটির লক্ষণ অন্যান্য অনেক রোগের মতন বলে এটাকে নির্ধারণ করা কঠিন l তবে যদি আপনার এলাকায় এরকম লক্ষণের রোগী দেখা যায় তবে আপনাকে সচেতন হতে হবে l যখন আপনি এরকম টিফাইস আক্রান্ত এলাকার মধ্যে দিয়ে যাবেন অবশ্যই ফুলহাতা জামা টুপি পড়বেন l রাতে অবশ্যই মশারি টাঙিয়ে শোয়া উচিত l এটির এখনো কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি l বাচ্চাদের বিশেষ করে সাবধানে রাখতে হবে - আধোয়া ফল, কাঁচা সবজি, রাস্তায় কাঁটা ফল দেওয়া যাবে না, স্কুলে বা বাড়িতে খাবার আগে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে l এর চিকিৎসা কী জেনে নেওয়া যাক - স্ক্র্যাব টিফাইসের লক্ষণ দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞা ডাক্তারবাবুর পরমর্শ নিন l এটার একমাত্র এন্টিবায়োটিক Doxycycline ব্যবহার হয়, এটি যেকোনো বয়সেই প্রয়োগ করা হয় l এই এন্টিবায়োটিক যত তাড়াতাড়ি প্রয়োগ করা হবে আক্রান্ত ব্যক্তির বেঁচে যাওয়ার সম্ভাবনা তত বেশি l

নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code