আরিফ হোসেন, ২৪শে নভেম্বর, পেটলা: কোচবিহার জেলা প্রাথমিক বিদ‍্যালয় সংসদ পরিচালিত ৩৮তম গ্রাম পঞ্চায়েত স্তরের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পেটলাতে। পেটলা গ্রাম পঞ্চায়েতের ব‍্যবস্থাপনায় এদিন  নিম্ন বুনিয়াদি মাদ্রাসা (প্রাথমিক) ও শিশু শিক্ষা বিদ‍্যালয়সমূহের ছাত্রছাত্রী (বিশেষ চাহিদা সম্পন্ন) ৩৮তম ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের এই ক্রিড়া প্রতিযোগিতায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বন ও ভূমি কর্মদ‍্যক্ষ নুর আলম সাহেব মহাশয়। পতাকা উত্তোলনের মধ‍্য দিয়ে এদিনের কর্মসূচীর শুভ সূচনা ঘটান নুর আলম মহাশয়।

নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update