pic source: the mirror


শুক্রবার সাইক্লোন বুলবুলের বিপদের কথা মাথায় রেখে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও কলকাতায় শনিবার সমস্ত স্কুল বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি হয়৷ শনিবার মধ্যরাতে বুলবুল আছড়ে পড়ার আশঙ্কার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়, সোমবারও ওই সাত জেলায় বন্ধ রাখা হবে সমস্ত স্কুল৷ কিন্তু, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুরের উপকূল এলাকায় ঝড়ের ক্ষয়ক্ষতি হলেও রক্ষা পেয়েছে বাকি জেলাগুলি৷
সংবাদে প্রকাশিত হয়-"ক্ষতিগ্রস্ত এলাকায় সোমবার স্কুল-কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার নবান্নর সভাঘরে মন্ত্রীদের নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর। বাতিল করা হয়েছে সে বৈঠকও। উপকূলীয় এলাকা থেকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে বাসিন্দাদের।" (সূত্র news 18 bangla)
ফলে, সাত জেলার মধ্যে ঝড়ের কবল থেকে রক্ষা করা স্কুলগুলি সোমবার ছুটি কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা৷ ইতিমধ্যে এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে -কারণ অনেক বিদ্যালয়ে উচ্চমাধ্যমিকের পরীক্ষাও চলছে। তবে কি পরীক্ষা বাতিল করতে হবে? এই নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা।


শিক্ষকদের এই ধোঁয়াশা কাটিয়ে ইতিমধ্যেই ডিআইদের তরফে শিক্ষকদের কাছে একটি বার্তা পাঠানো হচ্ছে৷ সেখানে  উল্লেখ করা হয়েছে, সোমবার স্কুল ছুটি সর্বত্র কার্যকর হবে না৷ যে সমস্ত স্কুলে ঘূর্ণিঝড় কবলিত এলাকার বাসিন্দারা আশ্রয় নিয়েছেন, উদ্ধারকাজ কিংবা ত্রাণশিবির জন্য যে সমস্ত স্কুলগুলিতে ব্যবহার করা হচ্ছে, অথবা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনও স্কুল ছুটি থাকবে৷ অন্যান্য স্কুলগুলিতে ছুটি থাকবে না৷ যদি এই সংক্রান্ত পরবর্তী কোনও পদক্ষেপ নেওয়া হয় তা জরুরি ভিত্তিতে শিক্ষকদের জানিয়ে দেওয়া হবে৷ আপাতত এতটুকুই বার্তা পেয়েছেন শিক্ষকদের একাংশ৷
অর্থাৎ আগামীকাল ছুটি ঘোষণার যে সংবাদ ইতিমধ্যে সর্বত্র ছড়িয়েছে তা সঠিক নয়। শুধুমাত্র 'বুলবুল' দ্বারা ক্ষতিগ্রস্থ এলাকাতে অবস্থিত বিদ্যালয় গুলি বন্ধ থাকবে বলে ভাইরাল হওয়া এই ডি আই এর whatsaap sms এ পরিষ্কার উল্লেখ। তবে এখনো পর্যন্ত কোন সরকারি নির্দেশ এ বিষয়ে জারী হয়নি।


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update